
নিজস্ব প্রতিবেদক । নিউজনেক্সট বিডি ডট কম
আগামী ২২মার্চ চতুর্থ ধাপে জেলায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘর উপহার পাচ্ছেন ৪৩৯ উপকারভোগী পরিবার। প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান সাংবাদিকদের এসব তথ্য জানান।
জেলা প্রশাসক বলেন, জেলায় ভূমিহীন পরিবারের সংখ্যা মোট ৪হাজার ৫৩৪টি। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে এক হাজার ৪৭৭টি পরিবারকে ঘর প্রদান করা হয়েছে। তৃতীয় পর্যায়ের অবশিষ্ট ৪০টি এবং চতুর্থ পর্যায়ে ৩৯৯টিসহ মোট ৪৩৯ পরিবারকে ঘর প্রদান করা হবে। আগামী ২২মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনের পর প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ পর্যায়ে হস্তান্তর ঘরের সংখ্যা হবে ১ হাজার ৯১৬টি।
জেলা প্রশাসক আরও বলেন, অবশিষ্ট ভূমি ও গৃহহীনদের ঘর প্রদানের জন্য ঘর নির্মাণ কাজ চালু রয়েছে, এসময় অতিরিক্ত জেলা প্রশাসক এসএম ফেরদৌস ইসলাম, মো. সাইফুল ইসলাম, নাসরিন সুলতানাসহ প্রশাসন এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।