
মানিকগঞ্জ: জেলার ঘিওর উপজেলার কেল্লাই মনছুর উদ্দিন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে দুর্নীতির আশ্রয় নেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালকের কাছে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, মানিকগঞ্জ জেলা প্রশাসক, জেলা শিক্ষা কর্মকর্তা, ঘিওর ইউএনওকে অনুলিপি প্রেরণ করা হয়েছে।
অভিযোগের অনুলিপিতে বলা হয়েছে, ৭৫ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়েরে প্রধান শিক্ষকের পদ শূন্য হয়। বিদ্যালয় পরিচালনা কমিটি ২০১৪ সালের ২০ নভেম্বর সভায় বিধি বহির্ভূতভাবে জুনিয়র শিক্ষক নরেশ চন্দ্র বিশ্বাসকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেয়া হয়।
পরে নরেশ বিশ্বাসকে সদস্য সচিব করে পাঁচ সদস্য বিশিষ্ট নিয়োগ কমিটি গঠন করা হয়। এ নিয়ে সিনিয়র শিক্ষক নাজিম উদ্দিন অভিযোগ করলেও তা আমলে নেয়নি বলেও অভিযোগ রয়েছে।পরে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেয়া হয় মো. ইসকান্দার মির্জাকে।
প্রধান শিক্ষক মো. ইসকান্দার মির্জার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো উত্তর না দিয়ে বিষয়টি এরিয়ে যান। বিষয়টি সুষ্ঠ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন এলাকাবাসী।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/হাজি/জাই