
মেক্সিকো সিটি: গ্রীষ্মকালীন ঘূর্ণিঝড় আর্ল এর কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মেক্সিকোতে অন্তত ৩৮ জন মারা গেছেন। পূর্বাঞ্চলীয় কয়েকটি রাজ্যে আঘাত হানে ঝড়টি। এতে পুয়েবলা ও ভেরাক্রুজ রাজ্যে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়।
পুয়েবলা রাজ্যে ২৮ জন ও ভেরাক্রুজ রাজ্যে ১০ মারা যান। ঘূর্ণিঝড়টি চলতি সপ্তাহে বেলিজে আঘাত হানে। এর আগে ছয়জনের মৃত্যুর বিষয় নিশ্চিত করা হয়েছিল। কিন্তু পরে মৃতের সংখ্যা বেড়ে ৩৮ জনে দাঁড়ায়।
এটি ছিল ক্যাটাগরি-১ মাত্রার ঘূর্ণিঝড়। ক্যারিবিয়ান দ্বীপাঞ্চলে আঘাত হানার পর এটি মেক্সিকোতে আঘাত হানে। ঘূর্ণিঝড়ের আঘাতে সৃষ্ট ভূমিধসে অনেকগুলো বাড়িঘর মাটির নিচে চাপা পড়েছে। মাটি খনন করে সেগুলো উদ্ধারে মোতায়েন করা হয়েছে সেনা বাহিনী।
শক্তিশালী ভূমিধসে অনেক অঞ্চল একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে। জনপ্রতিনিধি ও কর্মকর্তারা বলছেন, মেক্সিকোর ওই অঞ্চলের জনগণের জন্য এটা একটা ট্রাজেডি। সূত্র: বিবিসি।
নিউজনেক্সটবিডি ডটকম/এসআই