চকবাজারে তিন নারী খুনের ঘটনায় গ্রেফতার ১

ঢাকা: চকবাজারের ইসলামবাগে একই পরিবারের তিন নারীকে কুপিয়ে হত্যার ঘটনায় মো. আল ইসলাম জীবন (৩০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে কামরাঙ্গীরচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিউজনেক্সটবিডি ডটকমকে জানিয়েছেন চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম অর রশিদ তালুকদার।
ওসি শামীম বলেন, সুনির্দিষ্ট তথ্য ও প্রত্যক্ষদর্শীদের জবানবন্দী অনুযায়ী দুপুরে কামরাঙ্গীরচর এলাকা থেকে মো. আল ইসলাম জীবন নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
প্রসঙ্গত গত ৪ জুলাই চকবাজারের ইসলামবাগের ছাতা মসজিদ গলির একটি বাড়ির চতুর্থ তলায় ঝগড়া বিবাদের একপর্যায়ে প্রতিপক্ষের কোপে রাশিদা বেগম ও সীমা আক্তার নিহত হন। ঘটনার দু’দিন পর গুরুতর আহত শ্রাবনী আক্তার বন্যাও মারা যান। এ ঘটনায় চকবাজার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
নিউজনেক্সটবিডি ডটকম/পিএসএস