
কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় লেগুনা ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ১০ জন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে চকরিয়ার হারবাং ইনানি রিসোর্টের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— উপজেলার হারবাং ইউনিয়নের জমিদার পাড়া ৪নং ওয়ার্ড এলাকার আওয়ামী লীগের সহসভাপতি আবু তাহের (৫০), একই ইউনিয়নের মুসলিম পাড়া এলাকার আবদু ছত্তারের পুত্র তাজ উদ্দিন (২৪), পেকুয়া উপজেলার দশের ঘোনা রাজাখালীর আবদুল খালেকের ছেলে মো. ইউনুচ মিয়া (৩৫)। নিহত নারীর পরিচয় এখনো সনাক্ত করতে পারেনি পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম ছেড়ে আসা কক্সবাজারমুখী প্রাণ কোম্পানির মালামাল বহনকারী একটি পিকআপ ভ্যান হারবাং ইনানী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী অপর একটি টমটম গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক নারীসহ চারজন নিহত হন। এছাড়া আহতদের মধ্যে চারজনকে মুমূর্ষ অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এর আগে গতকাল মঙ্গলবার এক কিলোমিটার দূরে অপর সড়ক দুর্ঘটনায় তিন নারীসহ সাতজন প্রাণ হারান।
নিজস্ব প্রতিবেদক, সম্পাদনা: এম কে রায়হান