
ঢাকা: ৩ মাসের মাথায় আবারও চট্টগ্রাম অঞ্চলে মাঝারি ধরনের ভূকম্পন অনুভূত হয়েছে। সোমবার ভোর ৬টা ২৮ মিনিটে পরপর ৩ দফায় ভূকম্পনে কেঁপে উঠে চট্টগ্রাম, ফেনীসহ বৃহত্তর চট্টগ্রাম অঞ্চল। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৭। হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠলে ভোরে গভীর ঘুমে আচ্ছন্ন অনেকে জেগে উঠেন এবং আতংকে ছুটাছুটি শুরু করেন। তবে ভূমিকম্পের ফলে কোন ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
চট্টগ্রামে অবস্থিত ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা গেছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল চট্টগ্রামের মানিকছড়ি এলাকা থেকে ২১ কিলোমিটার দক্ষিণ-পূর্বাঞ্চলে। এর গভীরতা ছিলো ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার। এর আগে চলতি বছরের ১৩ এপ্রিল চট্টগ্রামে ৬ দশমিক ৯ মাত্রার ভূকম্পন অনুভূত হয়। এতে অন্তত ১০টি বহুতল ভবনে ফাটল ধরে এবং হেলে পড়ে। আতংকে হুড়োহুড়ি করে বিভিন্ন ভবন থেকে নামতে গিয়ে সেদিন অন্তত অর্ধশত নারী পুরুষ আহত হয়েছিল।
চট্টগ্রাম আগ্রাবাদ ফায়ার সার্ভিসের বিভাগীয় অফিসের ডিউটি অফিসার পহ্লাদ সিংহ জানান, মাঝারি আকারের ভূমিকম্পন অনুভূত হয়েছে। তবে কোথাও হতে এখনো কোন ধরণের ক্ষয়ক্ষতি খবর আসেনি।
নিউজনেক্সটবিডি ডটকম/এমএস/ওয়াইএ