চট্টগ্রামের ফ্লাইট ঢাকায় অবতরণ

চট্টগ্রাম: ঘন কুয়াশার কারণে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরে অবতরণ করতে না পেরে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
রোববার রাত দেড়টার দিকে দুবাই থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের এ ফ্লাইট সোমবার সকাল সাড়ে ৭টায় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবতরণের কথা ছিল। বিমানে চট্টগ্রামের ৯১ যাত্রী ছিল।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যানেজার উইং কমান্ডার রিয়াজুল কবির বলেন, “ঘন কুয়াশার কারণে একটি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করতে পারেনি। পরে সেটি ঢাকা অবতরণ করে। পরে একই বিমানে যাত্রীদের চট্টগ্রামে নিয়ে আসা হয়।”
গ্রন্থনা ও সম্পাদনা: তাহের