
নিজস্ব প্রতিনিধি,
ঢাকাঃ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন কমপক্ষে ১৪ জন।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের নাম মো. শওকত (২৪)। তার বাড়ি চন্দনাইশ উপজেলায়। অন্যজনের পরিচয় এখনও জানা যায়নি।
দোহাজারী হাইওয়ে পুলিশের ওসি ইয়াসিন আরাফাত সমকালকে বলেন, সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বার আউলিয়া কলেজের সামনে চট্টগ্রামগামী একটি বাসের সঙ্গে কক্সবাজারগামী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় বাসটি রাস্তায় উল্টে পড়ে যায় এবং ট্রাকটিও নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে নিচে নেমে যায়।
হতাহতের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। আর বাকি ১৪ জনকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারমধ্যে ছয়জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।