
চট্টগ্রাম: ভারতীয় নৌবাহিনির প্রথম প্রশিক্ষণ স্কোয়াড্রনের তিনটি জাহাজ আইএনএস তীর, আইএনএস সুজাতা ও আইসিজিএস বরুণ ১১-১৫ নভেম্বর চট্টগ্রাম সফর করবে। বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় বিনিময়ের অংশ হিসেবে এগুলো চট্টগ্রাম সফর করছে।
জাহাজলো এ অঞ্চলে সমুদ্র প্রশিক্ষণ সফরে রয়েছে। এরই অংশ হিসেবে থাইল্যান্ড, মায়ানমার ও বাংলাদেশ সফর করছে। এ সফরের মাধ্যমে সম্ভাবনাময় অফিসারদের মৌলিক সমুদ্র প্রশিক্ষণ দেয়া হয়। এছাড়া এ ধরনের সফর উত্তাল জাহাজের ডেকে হাঁটার অভিজ্ঞতা অর্জনে তাদেরকে সাহায্য করে।
আইএনএস তীর (বাণ) ভারতীয় নৌবাহিনীর প্রথম ক্যাডেট প্রশিক্ষণ জাহাজ। এটি তৈরি করে মুম্বাইয়ের মাজাগন ডক লিমিটেড। ১৯৮৬ সালে এটি ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হয়। এটি দেশটির নৌবাহিনীর প্রথম প্রশিক্ষণ স্কোয়াড্রনের সবচেয়ে পুরোনো জাহাজ।
আইএনএস সুজাতা (সুন্দর উৎসজাত) উপকূল প্রহরায় বিরাট এক নৌযান। এটি হিন্দুস্তান শিপইয়ার্ডে তৈরি হয়ে ১৯৯১ সালে নৌবাহিনীতে যুক্ত হয়। এছাড়া আইসিজিএস বরুণ (বরুণদেবের নামানুসারে) হচ্ছে উপকূল প্রহরা যান। ভারতীয় উপকূল রক্ষা বাহিনীর জন্য এটি যৌথভাবে তৈরি করে মাজাগন ডক লিমিটেড ও গোয়া শিপইয়ার্ড লিমিটেড। ১৯৮৮ সালে এটি উপকূল রক্ষাবাহিনীতে যুক্ত হয়।
উল্লেখ্য, এ তিন জাহাজ সফরকালে বাংলাদেশ-ভারতের অফিসার, ক্যাডেট ও নাবিকেরা একে-অপরের সঙ্গে মত-বিনিময় করবে। প্রশিক্ষণের ক্ষেত্রে উভয় নৌবাহিনীর অনুসৃত সর্বোত্তম প্রশিক্ষণের সুবিধা লাভ করবে। প্রশিক্ষণ কর্মকাণ্ড ছাড়াও বিভিন্ন সফর, সাংস্কৃতিক কর্মসূচি ও ক্রীড়া বিনিময়েরও পরিকল্পনা করা হয়েছে।
গ্রন্থনা ও সম্পাদনা: আবু তাহে