
ডেস্ক: চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশন সেন্টারে সাত দিনব্যাপী আয়কর মেলার দ্বিতীয় দিনে বুধবার আদায় হয়েছে ৭০ কোটি ৪৭ লাখ ৮০ হাজার ৫৭৫ টাকা। খবর বাসস।
আয়কর বিভাগ আয়োজিত এ মেলার প্রথম দিনে আদায় হয়েছিল ৩০ কোটি ৭৯ হাজার ৩২২ টাকা। মেলা শুরুর দুইদিনে আয়কর আদায়ের পরিমাণ ১০০ কোটি ৪৮ লাখ টাকা।
আয়কর আদায়ের পাশাপাশি মেলায় দর্শনার্থীদের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। বুধবার মেলায় দর্শনার্থী ও সেবাগ্রহীতার সংখ্যা ছিল ৩৭ হাজার ৭৪০ জন। রিটার্ন দাখিল করেছেন ১ হাজার ৯৫৫ জন, নতুন টিআইএন নিয়েছেন ৪৩৮ জন এবং রি-রেজিস্ট্রেশন করেছেন ২ জন।
কর অঞ্চল-১-এর অতিরিক্ত কমিশনার বজলুল কবির ভূঁইয়া বলেন, ‘প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত করদাতারা মেলায় তাদের ২০১৬-২০১৭ অর্থবছরের রিটার্ন জমা দিতে পারবেন। এছাড়া মেলায় আয়কর সংক্রান্ত সব ধরণের সেবার ব্যবস্থা রয়েছে।’
‘সুখি স্বদেশ গড় ভাই আয়করের বিকল্প নাই’ এই স্লোগান নিয়ে ১ নভেম্বর চট্টগ্রামে এ আয়কর মেলা শুরু হয়। ওইদিন দুপুরে মেলার উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
গ্রন্থনা ও সম্পাদনা: প্রণব