চট্টগ্রামে এসপির স্ত্রীকে গুলি করে হত্যা

চট্টগ্রাম: চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে (৩২) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার সকাল ৭টার দিকে বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়ার সময় নগরীর জিইসি মোড়ে প্রকাশ্যে গুলি তাকে হত্যা করা হয়। দুবৃত্তরা মোটরসাইকেল ও মাইক্রোবাস থেকে তাকে গুলি করে। মিতু-বাবুল দম্পতির একছেলে ও একমেয়ে রয়েছে।
বায়েজিদ থানার ওসি মোহাম্মদ মহসীন হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সেটি তাৎক্ষণিক জানাতে পারেননি তিনি।
স্ত্রী হত্যার শিকার হওয়ার সময় চট্টগ্রামে ছিলেন না এসপি বাবুল আক্তার। দীর্ঘদিনের কর্মস্থল সিএমপি ছেড়ে পুলিশ সদর দপ্তরে যোগদানের জন্য গত বৃহস্পতিবার থেকে তিনি ঢাকায় অবস্থান করছেন বলে জানা গেছে।
নিউজনেক্সটবিডি ডটকম/এসপিকে/এসআই