
চট্টগ্রাম: চট্টগ্রামে ঈদের পোশাক কেনাবেচায় অতিরিক্ত মুনাফা ঠেকাতে এবারই প্রথম মাঠে নেমেছে প্রশাসন। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, বুধবার শুরু হওয়া এই অভিযান ঈদের আগ পর্যন্ত অব্যাহত থাকবে। এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ি ও ক্রেতারা।
এদিকে, প্রথমদিন অভিযান চালানো হয় কাপড়ের পাইকারী হাট টেরীবাজারে। এসময় বেচাকেনার ক্ষেত্রে বেশকিছু অসংগতি পায় ভ্রাম্যমান আদালত। এতে কাউকে জরিমানা করা না হলেও মৌখিকভাবে সর্তক করা হয়েছে। এবং কেনাবেচার রশিদ সংরক্ষণের জন্য বলা হয়েছে।
রমজানে চট্টগ্রামে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে ভ্রাম্যমান আদালত চালিয়েছে প্রশাসন। বাজারে এর সুফল পাওয়ার পর এবার সেই অভিযান চালানো হলো কাপড়ের বাজারে। ঈদ মৌসুমে বিভিন্ন শপিং মল ও দোকানে অতিরিক্ত মুনাফায় কাপড় বিক্রির অভিযোগ দীর্ঘদিনের। তাই প্রথমবারের মতো এই তদারকি।
নিউজনেক্সটবিডি ডটকম/আইকে/এসআই