
চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে বেসরকারি পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র গুলিবিদ্ধ সহ মোট তিনজন আহত হয়েছে। এই নিয়ে চট্টগ্রাম কলেজের দখল নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে টানা দ্বিতীয় দিনের মতো সংঘর্ষ হয়েছে।
রোববার দুপুর দেড়টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে পোর্ট সিটি ইউনিভার্সিটির ছাত্র নিঝুম ফারিয়াল (২২)।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক পঙ্গজ বড়ূয়া নিউজনেক্সটবিডি ডটকম জানান, চট্টগ্রামে কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে পোট সিটি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিঝুম ফারিয়ালকে গুলিবিদ্ধ অবস্থায় ভর্তি করা হয়েছে।
কোতোয়ালী জোনের সহকারী কমিশনার (এসি) কাজী মোহাম্মদ আবদুর রহিম নিউজনেক্সটবিডি ডটকমকে জানান, ‘দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই গ্রুপ দখল পাল্টা দখল নিয়ে সংঘর্ষ এ জড়িয়ে পড়ে, এতে একজন গুলিবিদ্ধসহ দুইজন আহত হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, ছাত্রলীগের দুই গ্রুপকে নিবৃত্ত করে মাঝে অবস্থান নিয়েছে পুলিশ, উল্লেখ করেন তিনি।
এদিকে চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর জেসমিন আক্তার নিউজনেক্সটবিডি ডটকমকে জানান,ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। আমি প্রশাসনিক কক্ষে অবস্থান করছিলাম। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
নিউজনেক্সটবিডি ডটকম/এসএন/জাই