
চট্টগ্রাম: চট্টগ্রামে আটক আনসার উল্লাহ বাংলা টিমের (এবিটি) পাঁচ সক্রিয় সদস্যকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ১০ দিনের রিমান্ডের আবেদন করলে শুনানি শেষে চট্টগ্রাম মহানগর হাকিম আব্দুল কাদির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বলেন, ‘পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ম্যাজিস্ট্রেট পাঁচ আসামীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।’
৩১ জুলাই দিবাগত রাত আনুমানিক পৌনে ১টার দিকে মহানগর গোয়েন্দা বিভাগের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে পতেঙ্গা থানাধীন কাঠঘর মুসলিমাবাদস্থ শেরে পতেঙ্গা নামের একটি বাড়ী থেকে আনাসারুল্লাহ বাংলাটিমের এই পাঁচ সদস্যকে আটক করে পতেঙ্গা থানা পুলিশ।
আটককৃতরা হলেন- ভূজপুর থানার মো. আক্কাছ আলী ওরফে জাহেদুল ইসলাম ওরফে নয়ন (২৩), ডবলমুরিং থানার মো. আতিকুল হাসান ওরফে ইমন (২৬), হাটহাজারী থানার জামশেদুল আলম ওরফে হৃদয় (২১), রাউজান থানার মো. রুবেল (২৬) ও রাঙ্গুনিয়া থানার মো. মহিউদ্দিন (১৮)।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৈঠক করার সময় ২টি ল্যাপটপ, ৭টি মোবাইল সেট ও ১১টি উগ্রবাদী জিহাদী বইসহ হাতে নাতে তাদের আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা আনসার উল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য বলে জানা গেছে। তারা পরিকল্পনা ও সাংগঠনিক কর্মকাণ্ডকে বেগবান করতে উক্ত স্থানে অবস্থান করছিল বলে জানা যায় বলেও জানায় পুলিশ।
নিউজনেক্সটবিডি ডটকম/এসএন/এমআই/এসজি