চট্টগ্রামে পাসের হার ৬৪.৬০

চট্টগ্রাম: চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ফল প্রকাশিত হয়েছে। এতে সারাদেশে গড় পাসের হার ৭৪.৭০ শতাংশ।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এবার পাসের হার ৬৪ দশমিক ৬০ শতাংশ। এছাড়া জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ২৫৩ জন শিক্ষার্থী।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেয় ৮৭ হাজার ৪৬৩ পরীক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ৫৬ হাজার ১৬ জন শিক্ষার্থী।
বৃহস্পতিবার সকাল পৌনে ১১টার দিকে চট্টগ্রাম শিক্ষাবোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদন: মাহতাব শফি, সম্পাদনা: সাইফুল ইসলাম