
চট্টগ্রাম: মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সন্দেহভাজন তিন ডাকাত নিহত হয়েছেন। শনিবার ভোররাতে এ ঘটনা ঘটে।
র্যাব ৭ এর অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, ডাকাতরা নিজামপুরে মহাসড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতির চেষ্টার সময় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। বন্দুকযুদ্ধে র্যাবের দুই সদস্যও আহত হন বলে জানান তিনি।
লে. কর্নেল মিফতাহ বলেন, ফেনী থেকে র্যাবের একটি টহল দল মাইক্রোবাসে করে চট্টগ্রাম ফিরছিল। রাত ৩টার দিকে মিরসরাইয়ে তাদের সাধারণ যাত্রী ভেবে আটকেছিল ডাকাতরা।
ডাকাতরা সড়কে ব্যারিকেড দিয়ে মাইক্রোবাস থামিয়ে গুলি চালিয়ে টায়ার পাংচার করে দেয়। তখন র্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। কিছুক্ষণ গোলাগুলির পর ডাকাত দল পালিয়ে গেলে তিনজনকে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় মিরসরাই উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় র্যাব। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। ঘটনাস্থলে থেকে তিনটি পিস্তল, দুটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয় বলে র্যাব কর্মকর্তা মিফতাহ জানান।
গ্রন্থনা ও সম্পদনা: প্রণব