
চট্টগ্রাম: শহরের আনোয়ারার রাঙাদিয়ায় ডাই অ্যামোনিয়াম ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের একটি সার কারখানার অ্যামোনিয়া গ্যাস ট্যাঙ্ক লিকেজ হয়ে আশেপাশের এলাকায় গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় নাগরিকদেরকে আতংকগ্রস্থ না হতে পরামর্শ দিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের চিকিৎসকেরা।
এই গ্যাস নিঃসরণের ফলে ইতিমধ্যেই শতাধিক লোক অসুস্থ হয়ে পড়েছেন। সময় গড়ানোর সাথে সাথে অসুস্থ মানুষের সংখ্যাও বাড়ছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসতাপালে সূত্রে জানা যায় সেখানে ৪০ জনের মতো আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। সেখানে জরুরি ভিত্তিতে উপস্থিত বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছে এই গ্যাসের ফলে প্রাথমিকভাবে বমি ভাব, নিস্তেজ লাগলেও এতে বড় বা দীর্ঘমেয়াদি কোন ক্ষতির সম্ভবনা নেই। সবাইকে তাই আতংকগ্রস্থ না হয়ে আক্রান্ত এলাকা থেকে সরে এসে চিকিৎসা নেয়ার আহবান জানিয়েছেন তারা। এছাড়া ‘মাস্ক’ ব্যবহার করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
জানা গেছে, সোমবার রাত ১০ টার কিছু পর চট্টগ্রাম শহরের নদীর ওপর পাড়ে আনোয়ারায় অবস্থিত ইউরিয়া সার কারখানায় অ্যামোনিয়া গ্যাসের পাইপে লিকেজ হয়, যার বিকট গন্ধ চট্টগ্রামেরর মুল শহরে এসে পড়েছে, যার ফলে শতাধিক লোক অসুস্থ হলে তারমধ্যে ৪০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রতিবেদন: তুসা