
চট্টগ্রাম: রেলের অগ্রিম টিকেট বিক্রির প্রথম দিন বুধবার চট্টগ্রাম রেল স্টেশনের তেমন ভিড় ছিলো না। ১ জুলাইর জন্য ৬ হাজার ৩৩৮টি টিকিট ছাড়া হয়েছিলো।
পূর্বাঞ্চলীয় রেলওয়ের জেনারেল ম্যানেজার মোহাম্মদ আবদুল হাই জানান, প্রথম দিনে যারা অগ্রিম টিকেটের এসেছে তাদের সবার প্রত্যাশা পূরণ হয়েছে। টিকেট কালোবাজারী রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি।
এদিকে বায়েজিদ থানা এলাকার কলেজ ছাত্রী লোপা এসেছেন ১ জুলাইয়ের অগ্রিম টিকেট সংগ্রহ করতে। টিকেট হাতে পেয়ে তিনি জানান, এত আনন্দ লাগছে যে বলার মতো না, কাউন্টারে এসে লাইন খালি দেখে খুশিতে মন ভরে গেছে। বললেন এই রকম সহজে টিকেট পাওয়া যাবে, ভাবতে পারিনি।
আবদুল হাই জানালেন, ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের টিকেট প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে ৯ জোড়া আন্তঃনগর ট্রেন এর মধ্যে সোনার বাংলা এক্সপ্রেস নামে এক জোড়া নতুন ট্রেন আগামী ২৬ তারিখ থেকে নিয়মিত চলাচল করবে।
টিকেট কালোবাজারী রোধ করতে রেল নিরাপত্তা বাহিনী এবং গোয়েন্দা সংস্থার সদস্যদের সমন্বয়ে একাধিক টিম কাজ করছে। এছাড়াও সিসিটিভ ক্যামরায় সমগ্র রেলস্টেশনকে মনিটরিং এর আওতায় নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেলস্টেশনের ম্যানেজার আবুল কালাম আজাদ।
নিউজনেক্সটবিডি ডটকম/এসএন/জাই