চট্রগ্রামে পুলিশ-শ্রমিক সংঘর্ষ: ৩’শ জনের নামে মামলা

চট্টগ্রাম: নগরীর নতুন রেল স্টেশন এলাকায় পুলিশ ও বেতন ভাতার দাবিতে আন্দোলনরত পোষাক শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। এতে ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয়ের আরো ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে। বুধবার গভীর রাতে কতোয়ালী থানার এসআই নুরুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন। মামলা নং ৭০।
কতোয়ালী থানার কর্তব্যরত অফিসার এসআই কামরুন্নাহার লায়লা জানান, সংঘর্ষের ঘটনায় ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, বুধবার নগরীর নিউ মার্কেট এলাকায় বেতন ভাতার দাবিতে সড়ক অবরোধ করে এশিয়ান অ্যাপারেলস নামের গ্রার্মেন্টের শ্রমিকরা। এসময় পুলিশের সঙ্গে তাদের ব্যপক সংঘর্ষ হয়। এতে পুলিশসহ আহত হয় প্রায় ৪০ জন।
প্রতিবেদন: প্রতিনিধি, সম্পাদনা: শিপন আলী