
ওয়াশিংটন: ফ্রান্সে অনুষ্ঠিতব্য ইউরো-২০১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপে জঙ্গি হামলার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানায়, আগামি মাসে ইউরো উপলক্ষে ব্যাপক পর্যটক সমাগম ঘটবে ফ্রান্সে। জঙ্গিরা এই সুযোগটিকেই টার্গেট করছে।
গত বছরের নভেম্বরে প্যারিসে সন্ত্রাসী হামলার পর ফ্রান্সে রাষ্ট্রীয় জরুরি অবস্থা জারি করা হয়েছে। এখনো দেশটি জরুরী অবস্থার মধ্যে যাচ্ছে।
নিজ দেশের নাগরিকদের প্রতি ভ্রমণ সতর্কতা জারি করার সময় ইউরোপজুড়ে সন্ত্রাসী হামলার বিষয়ে সতর্ক করে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। ইউরো-২০১৬ ছাড়াও ট্যুর ডি ফ্রান্স সাইকেল প্রতিযোগিতায় সন্ত্রাসী হামলা হতে পারে বলে সতর্ক করেছে তারা।
ইউরোপের সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট ইউরো-২০১৬, ১০ জুন হতে ১০ জুলাই পর্যন্ত ফ্রান্সে অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে দেশটিতে ১০ লাখ পর্যটক ভ্রমণ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: বিবিসি
নিউজনেক্সটবিডি ডটকম/এফকে/টিএস