Thursday, August 11th, 2022
‘চলচ্চিত্রে শাবানা ম্যাডামের বিকল্প নেই’
June 18th, 2016 at 5:27 am
‘চলচ্চিত্রে শাবানা ম্যাডামের বিকল্প নেই’

আসিফ আলম, ঢাকাঃ বাংলাদেশি চলচ্চিত্রের সোনালী দিনের প্রথম সারির অভিনেত্রী শাবানা। ঢাকাই সিনেমায় টানা তিন দশক তার সুনিপুণ অভিনয়ের মাধ্যমে জয় করে নিয়েছেন লাখো দর্শকের মন। কিন্তু তিনি হঠাৎ করেই সরে দাঁড়ান ঢাকাই সিনমা থেকে। তার সরে যাওয়াতে সিনামায় সৃষ্টি হয়েছে এক বড় শূন্যতার।

13493069_1069223556453829_221304225_n

আর শাবানার এই শুন্যতা কখনো পূরণ করা সম্ভব নয় বলে মনে করেন ঢাকাই সিনেমার অন্যতম নায়ক ও বর্তমান সময়ে খল চরিত্রে অভিনয় করা অভিনেতা এবং বাংলাদেশ চলচ্চিত্রের শিল্পী সমিতির সাধারণ সম্পাদক অমিত হাসান। 

অমিত হাসান নিউজনেক্সটবিডি ডটকমকে বলেন, ‘বর্তমানে চলচ্চিত্রের খারাপ সময় চলছে। চলচ্চিত্র দক্ষ শিল্পীহিনতায় ভুগছে। আর এমন সময় শাবানা ম্যডামের মত একজন দক্ষ অভিনেত্রীর খুব প্রয়োজন।এক কথায় শাবানা ম্যডামের বিকল্প কিছু নেই।’

অনেকটা কষ্ট নিয়েই এই অভিনেতা বলেন, ‘চলচ্চিত্রের দুরুবস্থার জন্য আমি বলব শাবানা ম্যডাম দায়ী, কেন না তার হঠাৎ করেই অভিনয় থেকে সড়ে দাঁড়ানো, প্রযোজনা বন্ধ করে দেয়া সব মিলিয়ে যে শুন্যতা সৃষ্টি হয়েছে তা এখনো পূরণ হয়নি এবং কখনো হবেও না।’

তিনি আরো যোগ করেন, ‘তার চলে যাওয়াতে ছবির গল্পকাররা গল্প তৈরি করলেও তার সঠিক চরিত্র প্রদান করতে পারছেন না। কেননা পারিবারিক গল্প গুলো শাবানা ম্যডামের মত ভালো কেউ ফুটিয়ে তুলতে পারে না। তার চলচ্চিত্র থেকে সরে দাঁড়ানোর ফলে চলচ্চিত্র পরিবার এক জন মা, ভাবী, বোন, এক কথায় সু অভিনেত্রী কে হারায়।’

অমিত হাসানের সাথে অভিনেত্রী শাবানার অভিনীত প্রথম ছবি হিংসা। এরপর অমিত হাসানের সাথে শাসন, বাংলার মা, ভালোবাসার ঘর, মাস্তান রাজা, জজ সাহেব, জিদ্দী ছবিতে অভিনয় করেছন এই গুণী অভিনেত্রী।

উল্লেখ্য , ১৯৯৭ সালে শাবানা হঠাৎ করেই অজানা কারণেই বিদায় নেন চলচ্চিত্র থেকে। ২০০০ সাল থেকে স্ব-পরিবারে যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে বসবাস করছেন শাবানা।

নিউজনেক্সটবিডি ডটকম/এএ/টিএস


সর্বশেষ

আরও খবর

লাইফসাপোর্টে কিংবদন্তী সংগীতশিল্পী লতা মঙ্গেশকর

লাইফসাপোর্টে কিংবদন্তী সংগীতশিল্পী লতা মঙ্গেশকর


৬ দিনের রিমান্ড শেষে কারাগারে পরীমনি

৬ দিনের রিমান্ড শেষে কারাগারে পরীমনি


পরীমনির সাথে ঘনিষ্ঠতা থাকায় ডিবি থেকে বদলি হলেন এডিসি সাকলায়েন

পরীমনির সাথে ঘনিষ্ঠতা থাকায় ডিবি থেকে বদলি হলেন এডিসি সাকলায়েন


পরীমনির কস্টিউম ডিজাইনার জিমি আটক

পরীমনির কস্টিউম ডিজাইনার জিমি আটক


পরীমনির মাদকের দুই মামলা ডিবিতে হস্তান্তর

পরীমনির মাদকের দুই মামলা ডিবিতে হস্তান্তর


চার দিনের রিমান্ডে পরীমনি

চার দিনের রিমান্ডে পরীমনি


পরীমণির পর আটক হলেন প্রযোজক নজরুল ইসলাম রাজ

পরীমণির পর আটক হলেন প্রযোজক নজরুল ইসলাম রাজ


পরীমনির বাসায় মিলেছে মদ, আইস ও এলএসডি, র‍্যাব সদর দপ্তরে জিজ্ঞাসাবাদ চলছে

পরীমনির বাসায় মিলেছে মদ, আইস ও এলএসডি, র‍্যাব সদর দপ্তরে জিজ্ঞাসাবাদ চলছে


কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার মারা গেছেন

কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার মারা গেছেন


নাসির মাহমুদসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করলেন পরীমণি

নাসির মাহমুদসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করলেন পরীমণি