
ঢাকা: সঙ্গীত জগতের জনপ্রিয়তার শীর্ষে যে কয়েকজন শিল্পীর নাম রয়েছে তার মধ্যে অন্যতম আসিফ আকবর। রাজনীতি, খেলাধুলা, গান সব কিছুতেই যেন তার সমান দৌড়। শুধু তাই নয় ঢাকাই চলচ্চিত্রের সাথেও যুক্ত হয়েছেন অনেক আগে থেকেই। তবে সেখানেও ছিলেন গান নিয়েই। এবার নতুন খবর হল, চলচ্চিত্রের প্লেব্যাক থেকে চলচ্চিত্র প্রযোজনায় নাম লিখিয়েছেন এই কন্ঠশিল্পী।
বুধবার দুপুরে জনপ্রিয় এই কন্ঠশিল্পী তার ফেসবুক ওয়ালে একটি পোস্টের মাধ্যেমে প্রযোজনায় আসার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বাংলা চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা মিশা সওদাগরের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বলেন ,’ ছবির কিংবদন্তী অভিনেতা মিশা সওদাগর ভাইয়ের শুভ জন্মদিন। ইন্ডাষ্ট্রীতে এরকম ভালো মানুষ পাওয়া মুশকিল,পর্দার মিশা ভাই আর বাস্তবের মিশা ভাইয়ের মধ্যে আকাশ পাতাল ব্যাবধান, উনার জন্য শ্রদ্ধা ভালবাসা। আর আমিও এক জবানের জমিদার, এ বছর সিনেমা বানাবো, প্রধান কর্তা হিসেবে থাকবেন মিশা ভাই। বাকী কথা পরে হবে- ছবির নাম ‘বাপের দোয়া কি কম দামী’। তোমার আগমন শুভ হোক।
সব কিছু ঠিকঠাক থাকলে আগামী মার্চে ছবির কাজ শুরু হবে বলেও জানা গেছে।
প্রতিবেদক: আসিফ আলম, সম্পাদনা: ইয়াসিন