
কুড়িগ্রাম: জেলার ঢুসমারা থানার শিকারপুরে চলছে গণজাগরণ মঞ্চের ত্রাণ বিতরণ। শুক্রবার সকাল থেকেই কুড়িগ্রামের বিভিন্ন গ্রাম ও চর গুলোতে ঘুরে ঘুরে চলে ত্রাণ বিতরণ।
এখানে ত্রাণ বিতরণ প্রসঙ্গে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার নিউজনেক্সটবিডি ডটকম’কে বলেন, ‘আমরা ওই অঞ্চলগুলোতে যাওয়ার চেষ্টা করছি, যেখানে এখনো ত্রাণ পৌঁছায়নি।’
তিনি বলেন, ‘বন্যায় প্লাবিত এমন বহু এলাকা রয়েছে যা এখনো সরকারি বেসরকারি সংস্থার চোখে পড়েনি। তাদের সচেতন করার জন্যই আমাদের এই ত্রাণ কার্যক্রম।’
সম্প্রতি ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর কুড়িগ্রাম সফর প্রসঙ্গে ইমরান এইচ সরকার বলেন, ‘শুনলাম মন্ত্রী এসেছিলেন, দুই হাজার মানুষের মাঝে ২০০ প্যাকেট ত্রাণ বিতরণ করেছেন। তাও শুধু চিরা আর গুর।’
বন্যার পানিতে আটকা পড়া লাখো মানুষকে তো আর আমাদের পক্ষে সাহায্য করা সম্ভন নয়। তবে আমরা চেষ্টা করছি সাধারণ মানুষকে উদ্ধুদ্ধ করতে যাতে তারা এগিয়ে আসে উল্লেখ করে তিনি বলেন, ‘ঢাকায় বসে এ বন্যার চিত্র অনুমান করা সম্ভব নয়। তাই তাদের পাশে দাঁড়ানো জন্য চেষ্টা করছি। আমরা সবাইকে সহায়তা করতে পারবো না, তবে পাশে তো দাঁড়াতে পারবো।’
দুই হাজার ৫০০ পরিবারকে সহায়তা করার মতো ত্রাণ সামগ্রী রয়েছে উল্লেখ করে গণজাগরণ মঞ্চের মুখপাত্র বলেন, ‘প্রতি পরিবারকে তিনদিনের জন্য খাবার দিতে পারবো। ত্রাণ সামগ্রীর মধ্যে চাল, ডাল, আটা, চিরাসহ পর্যাপ্ত পরিমাণ ঔষধ রয়েছে। তাছাড়া সঙ্গে মেডিকেল টিমও রয়েছে।’
নিউজনেক্সটবিডি ডটকম/এসজি/জাই