
ঢাকা: ঢাকা উত্তরের মেয়র পদ এবং উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৬ টি ওয়ার্ডে কাউন্সিলর পদে উপনির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকাল ৮ টা থেকে শুরু হওয়া ভোট চলবে বিকেল ৪ টা পর্যন্ত।
এদিকে, বৈরী আবহাওয়ার কারণে ভোটার উপস্থিতি অনেক কম।
সকাল ৯ টার দিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মেয়র পদপ্রার্থী আতিকুল ইসলাম উত্তরার নবাব হাবিবুল্লাহ মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে এসে নিজের ভোট দেন। তিনি সকলকে কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, আজ বৃষ্টির দিন, ছুটির দিন। আপনারা গরম চা- খীচুরি খেয়ে ভোট দিতে আসুন। আপনাদের নাগরিক অধিকার প্রতিষ্ঠা করুন।
বেলা ১২ টায় ভোট দিতে আসেন জাতিয় পার্টির পার্থী সাফিন আহমেদ।
উত্তরে মোট এক হাজার ২৯৫টি আর দক্ষিণে মোট ২৩৫টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। এদিকে দুই সিটি কর্পোরেশনের উপনির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
এই নির্বাচনে বিএনপির কোন প্রার্থী অংশ নেয়নি।
নিজস্ব প্ররিবেদক, সম্পাদনা: শামীম ইশতিয়াক