
ঢাকা: দেশে এখন পাইকারি গ্রেফতার চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘গত কয়েকদিনে পাইকারি গ্রেফতারে জনগণের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে সরকার। তারা (সরকার) স্বাধীনতা অন্যর কাছে বন্ধক দিয়ে ক্ষমতা পাকাপোক্ত করার চেষ্টা করছে।’ শুক্রবার বেলা সোয়া ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
স্বাধীন দেশের লাল সবুজ পতাকা নুইয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘ভারসাম্য হারালে কোনো বস্তু স্থীতিশীল থাকতে পারে না। সরকার ভারসাম্য হারিয়ে ফেলেছে। যেমন ধরুন- কারাগারে মানব বিপর্যয়। এটা এ ভারসাম্যহীনতার নিদর্শন। সরকারি ক্ষমতায় গায়ের জোরে মাহমুদুর রহমানকে আটক রেখেছে দাবি করে তিনি বলেন, ‘মিথ্যা বানোয়াট চক্রান্ত কাহিনী করে প্রবীন সাংবাদিক শফিক রেহমানকেও আটক করে রেখেছে’।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন ও সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স উপস্থিত ছিলেন।
নিউজনেক্সটবিডি ডটকম/এসজি