চলছে বিএমএ’র নির্বাচন

ঢাকা: চিকিৎসকদের জাতীয় পর্যায়ের সংগঠন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) নতুন নেতৃত্ব বেছে নিতে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে রাজধানীর বিএমএ ভবনসহ সারাদেশের বিএমএ কার্যালয়গুলোতে ভোট দিচ্ছেন চিকিৎসকরা। ভোট গ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত।
এবার নির্বাচনে ৩৬ হাজার ১৬৬ জন চিকিৎসক কার্যনির্বাহী সংসদের ৪২ পদে পছন্দের প্রার্থী বেছে নেবেন।
বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ড্যাব নির্বাচন বর্জন করেছে। তবে আওয়ামী লীগ সমর্থিত স্বাধীনতা চিকিৎসক পরিষদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে বাম সমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট।
প্রতিদ্বন্দ্বী না থাকায় এরই মধ্যে আটজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।
গ্রন্থনা: ময়ূখ, সম্পাদনা: প্রণব