
ডেস্ক: দেশের ছয় জেলায়, প্রায় পঞ্চাশ হাজার থানায় চলছে রোহিঙ্গা শুমারি। পরিসংখ্যান ব্যুরো বাড়ি বাড়ি গিয়ে ব্যক্তির তথ্য সংগ্রহ শুরু করেছে।
বাংলাদেশে অবস্থানরত মিয়ানমার নাগরিক, অর্থাৎ রোহিঙ্গাদের তথ্য সংগ্রহের জন্য কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রঙ্গামাটি, চট্টগ্রাম ও পটুয়াখালি জেলায় চলছে শুমারি। ২ জুন থেকে শুরু হওয়া এই তথ্য সংগ্রহের কাজ চলবে ১০ জুন পর্যন্ত।
প্রকল্প পরিচালক বলছেন, প্রায় দুই থেকে পাঁচ লাখ অনিবন্ধিত রোহিঙ্গা দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছেন। এই শুমারির মাধ্যমে সঠিক তথ্য বেরিয়ে আসবে।
এই শুমারিতে ছবিসহ প্রায় ৪৬ ধরনের তথ্য নেয়া হচ্ছে। এর মধ্যে মিয়ানমারের থেকে আসার কারণ এবং বাংলাদেশে অবস্থানের তথ্য গুরুত্বপূর্ণ।
যাদের নাম শুমারিতে অন্তর্ভুক্ত হবে, তাদেরকে ছবিযুক্ত পরিচয়পত্র দেয়া হবে। এর ফলে নিবন্ধিত রোহিঙ্গাদের শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তার সুযোগ তৈরি হবে।
পরিসংখ্যান ব্যুরো আশা করছে, এই শুমারির মাধ্যমে রোহিঙ্গাদের বিষয়ে একটি নির্ভরযোগ্য তথ্য ভান্ডার তৈরি হবে।
নিউজনেক্সটবিডি ডটকম/আইকে/ওয়াইএ