চলতি মৌসুমে নওগাঁয় থেকে বিক্রি হয়েছে ১ হাজার ৮শ ৯০ কোটি টাকার আম

নিজস্ব প্রতিবেদক । নিউজনেক্সট বিডি ডট কম
ক্রমেই আম উৎপাদনে উল্লেখযোগ্য জেলা হিসেবে পরিচিতি লাভ করছে নওগাঁ। স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলা ছাড়াও বিদেশে রপ্তানী হচ্ছে নওগাঁর আম। যাচ্ছে বিদেশেও। চলতি মৌসুমে নওগাঁয় থেকে বিক্রি হয়েছে ১ হাজার ৮শ ৯০ কোটি টাকার আম, যা চলতি বাজার দরে মোট উৎপাদনের হিসেব।
চলতি বছর ৩০ হাজার হেক্টর জমির বাগানে আম উৎপাদিত হয়েছে। উল্লেখিত বাগান থেকে চলতি বছর ৩লক্ষ ৭৮ হাজার মেট্রিকটন আম উৎপাদিত হয়েছে।
নওগাঁ জেলার জেলার আম তুলনামুলকভাবে সুস্বাদু ও মিষ্টি। দেশের বিভিন্ন জেলায় নওগাঁ’র আমের চাহিদা বৃদ্ধি পাচ্ছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী জেলায় মোট ৩০ হাজার হেক্টর জমিরে বাগানে বিভিন্ন জাতের আম উৎপাদিত হয়েছে। হেক্টর প্রতি গড় আম উৎপাদনের পরিমাণ ১২.৬০ মেট্রিক টন।