চলনবিলে ইউপি সদস্যের লাশ

নাটোর: সিংড়ার বড়গ্রাম এলাকার চলনবিলে সাবেক এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের লাশ পাওয়া গেছে।
শুক্রবার সকালে লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয় লোকজন। নিহত ব্যক্তির নাম মোজাফ্ফর হোসেন মোজাই (৪০)। লাশ উদ্ধারে ঘটনাস্থলে রওনা হয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতের কোনো এক সময় মোজাফফরকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় অজ্ঞাত ব্যক্তিরা। পরে শুক্রবার সকালে তার লাশ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরউদ্দিন মন্ডল জানান, ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করবেন তারা।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/এসপিকে