
ডেস্ক: ফরাসি ফ্যাশনের আইকন এবং বিশ্বখ্যাত ফ্যাশন হাউস গিভেঞ্চির প্রতিষ্ঠাতা ডিজাইনার হুবার্ট ডি গিভেঞ্চি ৯১ বছর বয়সে পৃথিবী ছেড়ে চলে গেছেন।
সোমবার গিভেঞ্চির সহকর্মী ফিলিপ ভেনেত বার্তা সংস্থা এএফপিকে খবরটি নিশ্চিত করেন। তিনি এক বিবৃতিতে বলেন, ‘গভীর দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি যে, হুবার্ট টাফিন ডি গিভেঞ্চি মারা গেছেন।’
হলিউডের কিংবদন্তী তারকা অড্রে হেপবার্ন ‘ব্রেকফাস্ট এট টিফানিস’ চলচ্চিত্রে ছোট কালো রঙের যে আইকনিক পোশাকটি পরেছিলেন তার ডিজাইনার ছিলেন হুবার্ট গিভেঞ্চি। এটি তার বিখ্যাত একটি ডিজাইন হিসেবে বিবেচিত হয়ে আসছে। এছাড়া হেপবার্নের ‘ফানি ফেস’ এবং ‘হাউ টু স্টিল অ্যা মিলিয়ন’ ছবির জন্যও তিনি পোশাকের নকশা করেন।
অড্রে হেপবার্ন গিভেঞ্চির প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। হেপবার্নের মৃত্যুর আগ পর্যন্ত সুদীর্ঘ ৪০ বছর ধরে ফ্যাশন এবং চলচ্চিত্র জগতের দুই কিংবদন্তীর মধ্যে বন্ধুত্ব বিদ্যমান ছিল।
এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্যাশনেবল ফার্স্টলেডি হিসেবে পরিচিত জ্যাকুলিন কেনেডির পোশাকের ডিজাইনারও তিনি ছিলেন।
১৯৫২ সালে তিনি নিজের ফ্যাশন হাউস গিভেঞ্চি প্রতিষ্ঠা করেন। অস্কার অনুষ্ঠানেও হলিউডের অনেক তারকার পরনে গিভেঞ্চি ফ্যাশন হাউসের পোশাক দেখা যায়। তার মৃত্যুতে শোক জানিয়ে ফরাসি বিজনেস ম্যাগনেট বার্নার্ড আরনল্ট বলেন, ‘১৯৫০ এর দশকে ফরাসি ফ্যাশনকে বিশ্ব ফ্যাশনের শীর্ষে নিয়ে যাওয়াদের অন্যতম ছিলেন তিনি।’ উল্লেখ্য, বার্নার্ড আরনল্ট ফরাসি বিলাসদ্রব্যের প্রতিষ্ঠান এলভিএমএইচ এর প্রধান। এছাড়া গিভেঞ্চি হাউস বর্তমানে তার মালিকানাধীন আছে। সূত্র: বিবিসি
গ্রন্থনা: ফারহানা করিম