
ডেস্ক: বয়স বাড়ার সাথে সাথে পাল্টায় শরীরের অনেক কিছু। এসব শারীরিক পরিবর্তনের অধিকাংশই অনাকাঙ্খিত, যেমন- হাড় ও পেশী’র ব্যথা, অল্পেই হাঁপিয়ে ওঠা, চামড়ায় বলিরেখা, চুল কমতে থাকা ইত্যাদি। কিন্তু দৃষ্টিশক্তি’র ক্ষমতা হ্রাস পাওয়া অন্যান্য সমস্যার তুলনায় একটু বেশিই গুরুতর, কারণ আমরা চারপাশ থেকে আহরণ করা সকল তথ্যের ৯০ ভাগ আহরণ করি আমাদের চোখের মাধ্যমে। তাই অন্য কোন পরিবর্তনই এতটা বার্ধক্য অনুভব করায় না যতটা অনুভব করায় হ্রাস পাওয়া দৃষ্টি ক্ষমতা।
সৌভাগ্যজনক ভাবে দৃষ্টি শক্তি বর্ধনকারী বহু প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি রয়েছে। সেগুলোর মধ্যে যে উপাদানটি নিয়ে আমরা আজকে কথা বলতে যাচ্ছি, তা ব্যবহারকারীদের মধ্যে অধিকাংশই পেয়েছেন বিস্ময়কর উপকার; আর সম্পূর্ণ উদ্ভিদজাত প্রাকৃতিক উপাদান হওয়ায় এর কোন পার্শ্ব প্রতিক্রিয়াও নেই।
দৃষ্টিশক্তি বর্ধনে বহুল ব্যবহৃত এই প্রস্তুত প্রণালী’র মূল উপাদান জাফরান। ইউনিভার্সিটি অফ সিডনি’র ভিশন সেন্টারে কর্মরত প্রফেসর সিলভিয়া বিস্টি দাবি করেন মানবদেহের চক্ষুজোড়ার ক্ষমতা হ্রাস পাওয়া রোধ করতে এবং স্বল্প সময়ের ব্যবধানে দৃষ্টি ক্ষমতা পুনরুদ্ধার করতে জাফরানের জুড়ি নেই।
দৃষ্টিশক্তি’র ক্ষমতা বৃদ্ধির জন্য জাফরান গ্রহণ করতে হবে চায়ের মত করে। এ জন্য যেসব উপাদান প্রয়োজন তা হলো-
এক. জাফরান- একগ্রাম
দুই. পানি- এককাপ
প্রস্তুত প্রণালী
ফুটন্ত গরম পানিতে জাফরান মিশিয়ে নিন। মিশ্রণটি ঠাণ্ডা হয়ে গেলে মিষ্টি স্বাদ আনার জন্য মধু মিশিয়ে নিন। দ্রুত প্রতিকার পেতে প্রতিদিন দুই থেকে তিনবার একই মিশ্রণ এক কাপ করে পান করুন।
জাফরান শুধুমাত্র চোখেরই উপকার করে না; রক্ত পরিষ্কার করা, রক্ত সঞ্চালনে গতি আনা, আর্থ্রাইটিস-এর লক্ষণ দূর করা, রক্তে কোলেস্টরল’র মাত্রা কমানো, স্মরণশক্তি বৃদ্ধি করা ইত্যাদি ক্ষেত্রেও জাফরানের ভূমিকা গুরুত্বপূর্ণ।
প্রতিবেদন: এস. কে. সিদ্দিকী, সম্পাদনা: সাইফুল ইসলাম