
নিজস্ব প্রতিনিধি, চাঁদপুরঃ চাঁদপুরের শাহরাস্তিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার পুকুরে পড়লে ঘটনাস্থলেই পাঁচ জনের মৃত্যু হয়। মঙ্গলবার রাত পৌনে ১টার দিকে উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের পূর্ব নরহ গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাত পৌনে ১টার দিকে কুমিল্লা থেকে মনোহরগঞ্জ যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছে চালক নিয়ন্ত্রণ হারালে প্রাইভেটকারটি পূর্ব নরহ গ্রামের মোল্লার টেকে পুকুরে পড়ে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন ও শাহরাস্তি ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে পাঁচ জনের মরদেহ উদ্ধার করে। নিহত ব্যক্তিরা প্রাইভেটকারে কুমিল্লা থেকে চাটখিল যাচ্ছিলেন। নিহতদের স্বজনরা জানিয়েছেন, তারা একটি বিয়ের অনুষ্ঠান শেষে কুমিল্লা থেকে ফিরছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে যান। গাড়িটি পানিতে পড়ায় ভেতরের কেউ বের হতে পারেনি। গাড়ির কাঁচ ভেঙে তাদের উদ্ধার করা হলেও, ততক্ষণে কেউ বেঁচে ছিল না।