
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, ঢাকাঃ
চাঁদা না পেয়ে ট্রাকের ড্রাইভার ও হেলপারকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে হাতেনাতে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। শনিবার (২২ ফেব্রুয়ারি) ভোরে হাইকোর্ট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃত হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আল-আমিন এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র শান্ত। অভিযুক্ত দু’জনই বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে থাকেন এবং তারা দু’জনই হল শাখা ছাত্রলীগের সক্রিয় কর্মী বলে জানা গেছে।
শাহবাগ থানা সূত্রে জানা যায়, শনিবার ভোরে অভিযুক্ত দুই শিক্ষার্থী হাইকোর্ট এলাকায় চাকা নষ্ট হওয়ার কারণে অবস্থান করা একটি বালুবোঝাই ট্রাকের ড্রাইভার ও হেল্পারের কাছে চাঁদা দাবি করে। এসময় ট্রাক শ্রমিকদের সঙ্গে নগদ টাকা না থাকায়, ড্রাইভার-হেল্পারসহ ট্রাকে থাকা শ্রমিকদেরকে মারধর করে এবং ‘রকেট অ্যাকাউন্ট’ ব্যবহার করে টাকা আনাতেও বাধ্য করে ওই দুই ছাত্র। কিন্তু সেই টাকা পেয়েও সন্তুষ্ট না হয়ে তারা আরও বেশি টাকা চেয়ে ট্রাক সংশ্লিষ্টদের পুনরায় মারধর শুরু করলে, ট্রাকের একজন হেল্পার ঘটনাস্থল থেকে কিছুটা দূরে দায়িত্বরত পুলিশ অফিসারকে ঘটনাটি অবহিত করে এবং এর পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সহায়তা নিয়ে শাহবাগ থানা পুলিশ আল-আমিন ও শান্তকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যায়। এ ঘটনায় ট্রাক মালিকের পক্ষে সোহেল রানা বাদী হয়ে শাহবাগ থানায় মামলা (মামলা নম্বর ৩৩) করায়, কিছু সময় পরেই ওই দুই শিক্ষার্থীকে কোর্টে চালান করে দেওয়া হয় বলেও নিশ্চিত করেছে পুলিশ। এদিকে, এই ঘটনার বিষয়য়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. গোলাম রব্বানী সাংবাদিকদের বলেন, “থানা থেকে ঘটনাটা অবহিত হয়েছি। অভিযুক্ত ছাত্রদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। আমরা ইতোপূর্বেও ছিনতাই-চাঁদাবাজির কারণে বেশ কয়েক শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার করেছি। এক্ষেত্রেও কঠোর ব্যবস্থাই নেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।”