
ডেস্ক: বেসরকারি সংস্থা ব্র্যাকের ব্র্যাক ডেইরি ফুড অ্যান্ড প্রজেক্ট বিভিন্ন পদে লোক নিয়োগ দিচ্ছে।
যেসব পদে নিয়োগ:
ব্র্যাক ডেইরি ফুড অ্যান্ড প্রজেক্টে মোট তিনটি পদে লোকবল নিয়োগ হচ্ছে। পদগুলো হচ্ছে সেলস অফিসার, ল্যাব টেকনিশিয়ান ও ফোরম্যান।
অভিজ্ঞতা:
সেলস অফিসার: এই পদে আবেদনের জন্য প্রার্থীকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। পাশাপাশি থাকতে হবে এক বছরের অভিজ্ঞতা। আর প্রার্থীর বয়স অনূর্ধ্ব-৩৫ বছর হতে হবে। পদটিতে ৮ হাজার ৬৬৮ টাকা বেতন ছাড়াও থাকছে অন্যান্য সুবিধা। নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল বাংলাদেশের যে কোনো জেলায় হতে পারে।
ল্যাব টেকনিশিয়ান: ফুড টেকনোলজি থেকে ডিপ্লোমা অথবা রসায়নবিদ্যা বিষয়ে বিএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন এ পদে। পাশাপাশি প্রার্থীদের কমপক্ষে এক বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পদটিতে আবেদনের বয়সসীমা ৩২ বছর। নির্বাচিতদের নিয়োগ দেওয়া হবে গাজীপুরে কারখানায়।
ফোরম্যান: উচ্চ মাধ্যমিক অথবা রেফ্রিজারেশন বা এয়ারকন্ডিশনে ডিপ্লোমা পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে নূ্ন্যতম ১০ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পদটিতে নিয়োগ পাবেন অনূর্ধ্ব-৪৫ বছর বয়সের প্রার্থীরা। চূড়ান্ত নির্বাচনের পর প্রার্থীদের গাজীপুরের কারখানায় নিয়োগ দেওয়া হবে।
আবেদন করতে হবে: আগ্রহী প্রার্থীরা বিজ্ঞাপনে উল্লেখিত কাগজপত্রসহ আবেদন করতে পারবেন ‘ব্র্যাক মানবসম্পদ বিভাগ, ব্র্যাক সেন্টার (পঞ্চম তলা), ৭৫ মহাখালী, ঢাকা-১২১২’ ঠিকানায়।
আবেদন পাঠানোর শেষ তারিখ: ১৪ আগস্ট, ২০১৬ তারিখের মধ্যে উল্লেখিত ঠিকানায় আবেদনপত্র পৌঁছাতে হবে।
নিউজনেক্সটবিডি ডটকম/এসআই