চাকরির নামে প্রতারণা, আটক ১৪

ঢাকা: বিভিন্ন পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে চাকরি দেয়ার নামে প্রতারণার অভিযোগে প্রতারকচক্রের ১৪ সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার দুপুরে র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর সহকারী পরিচালক মিজানুর রহমান নিউজনেক্সটবিডি ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, অভিযোগের ভিত্তিতে দীর্ঘদিন নজরদারি ও গোপন তৎপরতায় রাজধানীসহ বিভিন্ন স্থান থেকে রোববার দিবাগত রাতে র্যাব-৪ ব্যাটালিয়নের একটি দল তাদেরকে আটক করে। র্যাব-৪ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
নিউজনেক্সটবিডি ডটকম/পিএসএস/এমএস/ওয়াইএ