
বরিশাল: চাখারে স্কুল, কলেজ, মাদ্রাসা, সরকারি ও আধাসরকারী প্রতিষ্ঠান গুলোর সাথে সমাজের বিভিন্ন স্তরের মানুষের অংশগ্রহণে মঙ্গলবার সকাল ১১টার দিকে সন্ত্রাসবাদ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে অঞ্চলের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। রিক্সা শ্রমিক আয়নাল আলী, মাছ বিক্রেতা জব্বার হোসেন, দিনমজুর মন্টু মিয়া সবাই এক বাক্যে বলেছেন এ দেশে সন্ত্রাসবাদের জায়গা হবে না। সবাই এক হলেই পাল্টে যাবে পেক্ষাপট যোগ করেন চাখার সরকারি ফজলুল হক কলেজের ছাত্র ইমরান হোসেন।
মোড়ে মোড়ে ব্যানার হাতে প্রতিটি মানুষ যে আগামীর বাংলাদেশ নিয়ে স্বপ্ন বুনতে এসেছিলেন তাদের অনেকর সাথে কথা হয় নিউজনেক্সটবিডি ডটকমের প্রতিনিধির সাথে।
চাখার বাজারের দোকানী আলাউদ্দিন খান বলেন, ‘কাজ ফেলে আইছি ভাই, কাজ তো করতেই পারবো, এইটা দেশের কাজ।’ সরকারি চাকুরিজীবি আতিকুর রহমান বলেন, ‘এটা একটি সামজিক দায়িত্ব শুধু চাকুরি করি বলে নয়, আমি আমার নাগরিক বোধে বিশ্বাস রাখি তাই চেষ্টা করছি যাদের সাথে আমার কাজ প্রতিটি মানুষ কে তথ্য পৌঁছে দিতে। ওয়াজেদ মেমোরিয়াল গার্লস স্কুলের নবম শ্রেনীর মুনা বলেন, ‘আমরা সন্ত্রাসবাদ চাই না তাই আমাদের আজকের এই অবস্থান।’
একটি সামাজিক আন্দোলন রুপ নিতে ‘দক্ষিন অঞ্চলের এই ইউনিয়নকে যে কেউ উদাহরণ হিসেবে নেওয়া যেতে পারে, যোগ করেন মহসিন সুজন যিনি একটি টেলিভিশনের জেলা প্রতিনিধি।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/ওয়াইএ