
নিজস্ব প্রতিনিধি,
ঢাকাঃ চামড়া ক্রয়ে ৬৮০ কোটি টাকা ঋণ দেবে রাষ্ট্রায়ত্ত চারটি ব্যাংকসহ কয়েকটি বেসরকারি ব্যাংক। শুধু নিয়মিত ক্রেতাদেরকেই এই ঋণ সুবিধা দেওয়া হবে।
এর মধ্যে রাষ্ট্রায়ত্ত চার ব্যাংক দেবে ৫৪০ কোটি টাকা। সবচেয়ে বেশি ১৮৫ কোটি টাকা বরাদ্দ রেখেছে অগ্রণী ব্যাংক। এছাড়া জনতা ব্যাংক ১০০ কোটি, সোনালী ব্যাংক ১০০ কোটি এবং রূপালী ব্যাংক ১৫৫ কোটি টাকা বরাদ্দ রেখেছে।
বেসরকারি ব্যাংকের মধ্যে ইসলামী ব্যাংক ৫০ কোটি, আল আরাফাহ ইসলামী ব্যাংক ৭০ কোটি এবং সাউথইস্ট ব্যাংকের ২০ কোটি টাকা বরাদ্দ আছে। এছাড়া পূবালী ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংকসহ আরও কয়েকটি বেসরকারি ব্যাংক কোরবানির চামড়া ক্রয়ে ঋণ দেবে বলে।
গত কোরবানির ঈদে ব্যাংকগুলো চামড়া ব্যবসায়ীদের যে ঋণ দিয়েছিল তার বড় অংশই আদায় হয়নি। আগের নেয়া ঋণও বিভিন্ন অজুহাতে ফেরত দিচ্ছেন না। এখন কোরবানি ঈদে আগের ঋণ শোধ না করেই বিভিন্ন দাবি জানাচ্ছেন তারা।
এরই মধ্যে এ খাতে আবারও ২ শতাংশ ডাউন পেমেন্টে খেলাপি ঋণ পুনঃতফসিলের সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সেই সঙ্গে ব্যাংকগুলোকে তাদের অগ্রাধিকার ভিত্তিতে নতুন ঋণ বিতরণের নির্দেশ দেয়া হয়েছে। এরপরও খুশি নন চামড়া ব্যবসায়ীরা।