
মুন্সীগঞ্জ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার দেশের প্রথম চার লেন এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের উদ্বোধন করবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার সকালে ঢাকা-মাওয়া মহাসড়কে মুন্সীগঞ্জ সংলগ্ন ঢাকার কেরানীগঞ্জ উপজেলার তেঘরিয়া এলাকায় উদ্বোধনের প্রাক-প্রস্তুতি পরিদর্শনে গিয়ে তিনি এ কথা জানান।
ওবায়দুল কাদের জানান, ঢাকা থেকে মাওয়া ও মাদারীপুরের পাচ্চর হয়ে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত পদ্মা সেতুর উভয় পাশে ৫৫ কিলোমিটার এক্সপ্রেসওয়ের নির্মাণকাজের উদ্বোধন করা হবে। শনিবার দুপুর পৌনে ১২টায় গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রকল্পের কাজ উদ্বোধন করবেন।
তিনি জানান, পদ্মা সেতু নির্মাণ সম্পন্ন হওয়ার আগেই চার লেন এক্সপ্রেসওয়ের কাজ সম্পন্ন হবে। এ প্রকল্পের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ছয় হাজার ২৫২ কোটি টাকা। বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে প্রকল্প বাস্তবায়ন করবে সড়ক ও জনপথ (সওজ) অধিদফতর ও বাংলাদেশ সেনাবাহিনী।
সেতুমন্ত্রী জানান, এ প্রকল্পের কাজ সম্পন্ন হলে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে দক্ষিণাঞ্চলের মানুষ নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে।
নিউজনেক্সটবিডি ডটকম/আইকে/জাই