
ঢাকা: শিল্পকলা একাডেমিতে শনিবার থেকে শুরু হচ্ছে বছরব্যাপী চারুকলা ফাউন্ডেশন কোর্স ও তিনবছরব্যাপী চারুকলা বেসিক কোর্স।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে প্রশিকক্ষণ বিভাগের ব্যবস্থাপনায় আগামী ১৯ আগস্ট ২০১৬ থেকে শুরু হচ্ছে ৪ থেকে ৭ বছরের শিশুদের অংশগ্রহণে এক বছরব্যাপী চারুকলা ফাউন্ডেশন কোর্স ও ৮ থেকে ১৬ বছরের শিশু-কিশোরদের অংশগ্রহণে তিনবছরব্যাপী চারুকলা বেসিক কোর্স ২০১৬-২০১৭।
শনিবার বিকাল ৪টায় অনুষ্ঠানের উদ্বোধন করবেন চারুকলা ফাউন্ডেশন কোর্স ও তিন বছরব্যাপী চারুকলা বেসিক কোর্স এর ‘শিল্পকলা পদক’ ও ২১শে পদক প্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী সমরজিৎ রায় চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী এবং একাডেমির প্রশিক্ষণ বিভাগের পরিচালক মোঃ শাওকাত ফারুক এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন একাডেমির চারুকলা বিভাগের পরিচালক উৎপল কুমার দাস।
প্রতিবেদন: আসিফ আলম, সম্পাদনা-জাহিদুল ইসলাম