চারুলতা ২০১৬!

ঢাকা: রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পকাহিনী অবলম্বনে টেলিভিশন নাটক ও চলচ্চিত্র নির্মানের প্রচলন পুরনো। এবার তার ছোটগল্প ‘নষ্টনীড়’ এর অন্যতম প্রধাণ চরিত্র চারুলতা দ্বারা অনুপ্রেরিত হয়ে টেলিফিল্ম নির্মান করলেন পরিচালক আলভী আহমেদ। টেলিছবিটির নামকরণ করা হয়েছে ‘চারুলতা ২০১৬’।
একই ছোটগল্প অবলম্বনে ১৯৬৪ ‘চারুলতা’ নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেন সত্যজিৎ রায়। এছাড়া ২০১১ সালে, একই শিরোনামে অগ্নিদেব চ্যাটার্জি পরিচালিত একটি চলচ্চিত্রও মুক্তি পেয়েছে।
বর্তমান সময়ের প্রেক্ষাপটে চারুলতার চরিত্রটি বিশেষায়িত করা হয়েছে এই টেলিফিল্মে। নাম ভূমিকায় অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী নওশীন। এছাড়াও আরো দু’টি প্রধাণ চরিত্রে দেখা যাবে শহীদুজ্জামান সেলিম ও কল্যাণ কোরাইয়াকে। টেলিছবিটি আসন্ন ঈদে দীপ্ত টিভিতে প্রচারিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
নিউজনেক্সটবিডিডটকম/এসকেএস/টিএস