
ঢাকা: রাজধানীর মিরপুর-১০ ও কচুক্ষেত এলাকায় ভেজাল বিরোধী অভিযান চালিয়ে চার প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
সোমবার দুপুরে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-৫) ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
এপিবিএন-৫ এর অপারেশন্স অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ সাইদুর রহমান জানান, অভিযানে বাদল বেকারি ও আইয়ুব বেকারিকে নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করে বাজারজাত করার অপরাধে ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া শাহাদাৎ হোটেলকে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ২০ হাজার টাকা এবং স্পাইসি ফাস্ট ফুড এন্ড রেস্টুরেন্টকে একই অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয় বলেও জানান তিনি।
পুলিশ সুপার সাইদুর রহমান বলেন, ‘ঢাকা মহানগর এলাকায় এপিবিএন-৫ এর ভেজাল বিরোধী এ অভিযান নিয়মিতভাবে অব্যহত থাকবে।’
প্রতিবেদন: প্রীতম সাহা সুদীপ, সম্পাদনা: জাহিদুল ইসলাম