
চট্টগ্রাম: পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজে দেখা সেই মাইক্রোবাসটি আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
চট্টগ্রাম মেট্রেপলিটন পুলিশের কমিশনার ইকবাল বাহার বলেছেন, ‘কালো রং এর একটি মাইক্রোবাস আটক করা হয়েছে, সেটি মিতু হত্যার সিসিটিভি ফুটেজে দেখা মাইক্রেবাস কিনা তা নিশ্চত হওয়ার চেষ্টা চলছে।
‘চালকসহ মাইক্রোবাসটি আমাদের হেফাজতে আনা হয়েছে, উল্লেখ করেন তিনি।
তবে, এই ব্যাপারে কিছু বলতে রাজি হননি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্য।
তিনি এই ব্যাপারে কিছু বলতে অস্বীকৃতি জানিয়ে বলেন, ‘এসব কে কিভাবে বলেছে সেটা তাদের ব্যাপার, আমি এই ব্যাপারে কিছু বলতে পারবোনা।’
রোববার সকাল ৭টার দিকে নগরীর জিইসি মোড়ে প্রকাশ্যে গুলি করে পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতুকে হত্যা করে দৃর্বৃত্তরা। দুই ছেলে-মেয়েকে নিয়ে ক্যান্টনমেন্ট স্কুলে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। সম্প্রতি বাবুল আক্তারের পদোন্নতির পর ঢাকায় অবস্থান করলেও তার স্ত্রী ছেলে-মেয়েকে নিয়ে নগরীর জিইসি এলাকার একটি ফ্ল্যাটে থাকতেন।
তবে, সিএমপির উর্ধ্বতন একটি সূত্র বলেছে, মাইক্রোবাসটি আটক হলেও সেটি মনে হয় ঘটনার সাথে সম্পৃক্ত নয়। এই জন্য বিষয়টি গণমাধ্যমকে সেভাবে বলা হচ্ছে না।
নিউজনেক্সটবিডি ডটকম/এসএন/জাই