চালের বাজার নিয়ন্ত্রণে কঠোর সরকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: চালের অবৈধ মজুত ঠেকাতে মঙ্গলবার থেকে মাঠে নেমেছে খাদ্য মন্ত্রণালয়ের আটটি দল। কেউ অবৈধ মজুত করছে কিনা তা খতিয়ে দেখার পাশাপাশি মজুতদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে তারা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার মন্ত্রিসভার বৈঠকে চালের দাম বেশি কেন তা খতিয়ে দেখতে নির্দেশ দেওয়ার পরদিনই সরকারি তথ্যবিবরণীতে এই উদ্যোগের কথা জানানো হলো।
অবৈধ মজুতের তথ্য জানতে খাদ্য মন্ত্রণালয়ে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে বলেও সেখানে উল্লেখ রয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মঙ্গলবার অভিযান চালাতে গেলে পালিয়ে যায় ঢাকা মোহাম্মদপুরের কৃষি মার্কেটের চাল ব্যবসায়ীরা।
সেখানে অধিদপ্তরের সহকারী পরিচালক ফাহমিনা আক্তার সাংবাদিকদের বলেন, “তাদের অনেক অনুরোধ করা হলেও তারা দোকানে ফিরে আসেননি।”
এছাড়া দিনাজপুর, নওগাঁ ও পাবনার চালকলগুলোয় অভিযান শুরু করেছে প্রশাসন।