
ঢাকা: দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘চা প্রদর্শনী’। আগামী ১২ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে তিনদিনের এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
রোববার সচিবালয়ে নিজ দফতরে সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী তোফায়ল আহমেদ এ তথ্য জানান।
সম্মেলনে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ শাফিনুল ইসলাম ও বাংলাদেশ চা সংসদের চেয়ারম্যান এ আরদাশির কবির উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, এ প্রদর্শনীর মূল উদ্দেশ্য হচ্ছে চা শিল্পকে বিকশিত করা। চা শিল্পের অবস্থান ও প্রকৃতি, বিভিন্ন ধরনের চা ও এর সঙ্গে সম্পর্কিত বিভিন্ন পণ্যের প্রসার, চা বাগানের নিজস্ব সংস্কৃতি ও কৃষ্টি তুলে ধরার পাশাপাশি প্রদর্শনীটি চা শিল্পের অংশীদারদের মিলনমেলা এবং চা পর্যটন শিল্পের প্রচারস্থল হিসেবেও কাজ করবে।
বাণিজ্যমন্ত্রী জানান, গত বছর ৬৬ মিলিয়ন কেজি চা উৎপাদন হয়েছে। এ বছর তা ৮০ হাজার মিলিয়ন কেজি ছাড়িয়ে যাবে। ২০২১ সালের মধ্যে ১৩০ মিলিয়ন কেজি চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
আয়োজকরা আশা করছেন, তিনদিনের এ মেলায় ২০ হাজার দর্শনার্থীর সমাগম হবে। মেলায় ৩০টা প্যাভিলিয়ন এবং ২০টা স্টল থাকবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত মেলা চলবে। এ জন্য দর্শনার্থীদের কোনো ফি দিতে হবে না। এবার মেলায় আশানুরূপ সাড়া পাওয়া গেলে আগামীতে মেলার আয়োজন অব্যাহত রাখা হবে।
প্রতিবেদক: রিজাউল করিম, সম্পাদনা: জাহিদ