
কলকাতা: পশ্চিমবঙ্গে চুঁচুড়া ইমামবাড়া (সদর) হাসপাতালে পুরুষ ওয়ার্ডে রোগীরা কেউ যন্ত্রনায় কাতরাচ্ছেন আবার কেউ সবে মাত্র ঘুম থেকে উঠেছেন। কারো কারো স্যালাইনও চলছে। এসময় হঠাৎ সেখানে প্রবেশ এক বানরের।
বানরটি এদিক-সেদিক ছুটাছুটি করতে লাগলো। তারপর গেলো নার্সদের রুমে। নার্সরা তো তাকে দেখে ভয়ই পেয়ে গেলেন। তবে পরক্ষণেই যেন সব ভয় কেটে গেল। কারণ বানরটি বারবার নিজের পা তুলে ক্ষত দেখানোর চেষ্ঠা করছে। পা দিয়ে রক্ত ঝরছে বলেই হাসপাতালে এসেছে বানরটি।
এটি দেখা মাত্র একজন নার্স বানরের সামনে এগিয়ে গিয়ে ধীরে ধীরে দেখতে থাকেন ক্ষত স্থানটি।
ওই নার্সের ভাষ্য, শনিবারের ঘটনা এটি। ক্ষত স্থান দেখার সময় টেবিলের উপর একেবারে বাধ্য রোগীর মতো চুপ ছিল বানরটি। আস্তে আস্তে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ বেঁধে দেই তার পায়ে। এরপর গায়ে দু’বার হাত বুলাতেই ধীরে ধীরে রুম থেকে বেরিয়ে এ গাছ সে গাছ করতে করতে অদৃশ্য হয়ে যায় বানরটি। সূত্র: এবিপি।
নিউজনেক্সটবিডি ডটকম/আইকে/এসআই