
ডেস্ক: সিনেমায় নগ্ন দৃশ্য বা অন্তরঙ্গ দৃশ্যে আর নতুন কোন বিষয় নয়। এমন খোলামেলা দৃশ্যে অভিনয় করতেও এখন আর অভিনেত্রীদের তেমন বাঁধে না। ঘনিষ্ট দৃশ্যে অভিনয় করতে এসে বরং ক্যামেরার সামনে ‘জন্মদিনের পোষাকে’ হলিউড-বলিউডের বড় অভিনেত্রীরাও গোটা দিন কাটিয়ে দেন। তবে আবেদনময়ী অভিনেত্রী চিত্রঙ্গদা সিংয়ের ব্যাপারটা একটু ভিন্ন। একটি ছবিতে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের প্রস্তাবে সেই ছবির শুটিং সেট থেকেই বেরিয়ে গেলেন এই নায়িকা!
‘ছবিটির একটি দৃশ্যে অন্তরঙ্গ মুহূর্তে দেখা যাওয়ার কথা ছিল নওয়াজ ও চিত্রাঙ্গদাকে’
ভারতীয় একটি দৈনিকের বরাত দিয়ে জানা যায়, সম্প্রতি চলছিল চিত্রাঙ্গদা সিং অভিনীত নতুন ছবি ‘বাবুমশাই বন্দুকবাজ’ ছবির কাজ। অ্যাকশন থ্রিলারধর্মী এ ছবিটিতে তার বিপরীতে রয়েছেন আরেক বলিউড তারকা নওয়াজউদ্দিন সিদ্দিক। ছবিটির একটি দৃশ্যে অন্তরঙ্গ মুহূর্তে দেখা যাওয়ার কথা ছিল নওয়াজ ও চিত্রাঙ্গদাকে। এমন দৃশ্যের প্রথম শুট নেয়ার পর আরো ভালো শট নেয়ার জন্য পরিচালক কুশান নন্দী আরো একবার একই দৃশ্যে অভিনয় করতে বলেন চিত্রাঙ্গদাকে। আর এই বিষয়টিই ভালো লাগেনি তার।
তিনি পুনরায় ওই দৃশ্যটির শুট করতে আপত্তি জানান। এ নিয়ে পরিচালকের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে সেট ছেড়ে বেরিয়ে যান এই এই তারকা। ফলে বন্ধ হয়ে যায় ছবিটির শুটিংয়ও!
নিউজনেক্সটবিডি ডটকম/টিএস