চিনির সরবরাহ কমিয়েছে সিটি ও মেঘনা গ্রুপ

ঢাকা: রমজানের আগে সকল ভোগ্য পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানিকারক থেকে উৎপাদনকারী সকল প্রতিষ্ঠানের সাথেই বৈঠক করেছে বাণিজ্য মন্ত্রণালয়। তারই ধারাবাহিকতায় গত ২৮ এপ্রিল ও ১৭ মে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন চিনির অন্যতম সরবরাহকারী প্রতিষ্ঠান সিটি ও মেঘনা গ্রুপের কর্মকর্তারা ।
বাণিজ্য মন্ত্রণালয়কে তারা আশ্বস্ত করেছিলেন যে চিনির সরবরাহ স্বাভাবিক রাখা হবে। তবে সরেজমিনে বাজারে গিয়ে দেখা যায় গত দুই সপ্তাহের ব্যবধানে পাইকারি বাজারে পণ্যটির দাম বেড়েছে মণপ্রতি ২২০ টাকা। আর খুচরা বাজারে বেড়েছে কেজিপ্রতি ৮-৯ টাকা।
খুচরা বিক্রেতাদের বিপণনকারীদের মাধ্যমে জানানো হয়েছে কারখানায় যান্ত্রিকত্রুটির কথা। দেশে বার্ষিক প্রায় ১৫ লাখ টন চিনির চাহিদা রয়েছে। এর মধ্যে গ্রীষ্ম ও রোজায় সিংহভাগ চিনি বিক্রি হয়।
নিউজনেক্সটবিডি ডটকম/এমআইআর/এসআই/ওয়াইএ