
ঢাকা: পটুয়াখালী, বাগেরহাট ও খুলনা জেলায় চীন সরকারের অনুদানে ৩টি সেতু নির্মিত হতে যাচ্ছে। সেতু তিনটি নির্মাণে সম্ভাব্যতা যাচাইয়ে লক্ষ্যে রোববার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে মিনিটস অব মিটিং বা এমওএম স্বাক্ষরিত হয়।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপস্থিতিতে এমওএম স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এমএএন ছিদ্দিক, স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক, বাংলাদেশস্থ চীনা দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর লি গুয়াংজুন এবং সেতু নির্মাণ প্রকল্প পরিচালক পরিমল বিকাশ সূত্রধর।
এমওএম স্বাক্ষর শেষে মন্ত্রী সাংবাদিকদের জানান, দেশের যোগাযোগ ব্যবস্থা বিশেষ করে সড়ক-সেতু নির্মাণে চীনের অংশগ্রহণ দীর্ঘদিনের। ইতোমধ্যে চীনের অর্থায়নে ৭টি মৈত্রী সেতুর নির্মাণকাজ শেষ হয়েছে। অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু বা বেকুটিয়া সেতু নির্মাণের বিস্তারিত নকশা প্রণয়নে গত সপ্তাহে চুক্তি স্বাক্ষর হয়েছে।
মন্ত্রী বলেন, স্বাক্ষরিত এমওএম অনুযায়ী সেতু ৩টি নির্মিত হবে পটুয়াখালী জেলার দুমকি ও বাউফল উপজেলার লোহালিয়া নদীর উপর বগা সেতু বা নবম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু, বাগেরহাট জেলার মংলা উপজেলার মংলা নদীর উপর মংলা সেতু বা দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু এবং খুলনা জেলার দাকোপ উপজেলার ঝপঝপিয়া নদীর উপর ঝপঝপিয়া সেতু বা এগারতম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু।
মন্ত্রী আশা প্রকাশ করেন, ২০১৬ সালে সেতু ৩টির কাজ শুরু হয়ে ২০২০ সালে শেষ হবে।
এমওএম-এ বাংলাদেশের পক্ষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবং চীনের পক্ষে চীনা দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর স্বাক্ষর করেন।
নিউজনেক্সটবিডি ডটকম/জাই