
বেইজিং: চীনের সব মসজিদে জাতীয় পতাকা উত্তোলনের আহ্বান জানিয়েছে রাষ্ট্র পরিচালিত চায়না ইসলামিক অ্যাসোসিয়েশন।
রাষ্ট্রীয় এই সংস্থাটি তাদের ওয়েবসাইটে প্রকাশিত একটি চিঠিতে দেশজুড়ে বিস্তৃত বিভিন্ন ইসলামিক অ্যাসোসিয়েশন এবং মসজিদে সবসময় উল্লেখযোগ্য অবস্থানে জাতীয় পতাকা উত্তোলন করার কথা উল্লেখ করে।
চীনের সরকারী পত্রিকা গ্লোবাল টাইমসে চিঠিটির উদ্ধৃতি দিয়ে বলা হয়, এছাড়া জাতীয় ধারণাকে জোরদার করতে এবং দেশপ্রেমের উদ্দীপনা জাগ্রত করার জন্য চীনের সংবিধানের পাশাপাশি সমাজতান্ত্রিক মূল্যবোধ এবং ঐতিহ্যবাহী চীনা সংস্কৃতি অধ্যয়নের জন্যও মসজিদগুলির প্রতি অনুরোধ জানানো হয়।
চীনের সমাজতান্ত্রিক সমাজের সঙ্গে ধর্মকে একীভূত করার এই প্রাথমিক উদ্যোগের প্রতি অনেক চীনা বিশেষজ্ঞই স্বাগত জানিয়েছেন। এর ফলে ধর্মীয় বিকাশেরও অগ্রগতি ঘটবে বলে উল্লেখ করেন তারা।
উল্লেখ্য, গত মাসে প্রকাশিত সরকারী একটি পরিসংখ্যান অনুযায়ী চীনে ২০ মিলিয়ন মুসলমান বাস করেন। এদের বেশিরভাগই শিনজিয়াং প্রদেশের উইঘুর এবং নিংজিয়া প্রদেশের হুই মুসলিম। দেশটিতে প্রায় ৩৫ হাজার মসজিদ রয়েছে বলে উল্লেখ করা হয় সরকারী ওই প্রতিবেদনে। অবশ্য চীনা সরকারের বিরুদ্ধে উইঘুর মুসলমানদের উপর বিভিন্নভাবে ধর্মীয় নিপীড়নের অভিযোগ রয়েছে। সূত্র: এনডিটিভি
গ্রন্থনা: ফারহানা করিম