চীনে বাসে আগুনে নিহত ৩০

বেইজিং: চীনের মধ্যাঞ্চলের হুনান প্রদেশের মহাসড়কে একটি বাসে আগুন লেগে অন্তত ৩০ জনের প্রাণহানি ঘটেছে এবং ২১ জন আহত হন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি।
রোববার সকাল ১০ টা ২০ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মহাসড়কে সংঘর্ষে বাসটির মধ্যে আগুন ধরে যায়। এসময় বাসে ৫৬ জন যাত্রী ছিলেন।
প্রাদেশিক সরকারের মুখপাত্র জানান, আহত ২১ জনকে হাসপাতালে নেয়া হয়েছে। তবে আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে, ধাক্কা লাগার ফলে তেল নির্গত হয়ে বাসে আগুন লাগতে পারে। বার্তা সংস্থা সিনহুয়া জানায়, বাসের ড্রাইভারকে পুলিশ আটক করেছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।
নিউজনেক্সটবিডি ডটকম/এফকে/এসআই